March 12, 2025

নোয়াখালী সদর উপজেলার সকল ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার সকল ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে ‘দেশমাতা ফাউন্ডেশন’। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম এর তত্ত্বাবধানে রয়েছেন। 

সোমবার (২০ জানুয়ারি) নোয়াখালী প্রেসক্লাবে ইউনিয়ন ও পৌরসভা বিএনপির প্রতিনিধিদের কাছে কম্বল হস্তান্তর করেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্ল্যাহ বাহার হিরণ, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল ও সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মো. ওমর ফারুক খাঁন ও কাজী মো. ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Categories Uncategorized

Leave a Comment